পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ-বিক্ষোভ
ট্রাকের ধাক্কায় মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর। ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ-বিক্ষোভ। বুধবার এই ঘটনা ঘটে পুরুলিয়ায়। পুরুলিয়ার ভাটবাঁধ এলাকায় পথ অবরোধ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাস্তায় মৃত কিশোরীর দেহ রেখেই চলতে থাকে বিক্ষোভ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পথ দুর্ঘটনায় ছাত্রী মৃত্যুতে ক্ষতিপূরণ এবং রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দারা। পুরুলিয়া শহরের চার নম্বর ওয়ার্ডের উইলকোক্স রোড সংলগ্ন ভাটবাঁধ এলাকায় পথ অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, বুধবার ওই রাস্তায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ১১ বছরের এক কিশোরীর ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে পথ অবরোধে সামিল হন এলাকাবাসীরা। বুধবার যখন ভোট গণনা চলছে সেই সময় স্কুল যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী জেসিকা মেনকোর। রাস্তায় দেহ রেখে দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই সময় ভোট গণনার কাজে পুলিশ ব্যাস্ত থাকায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে সাময়িক বিলম্ব হয়। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার আবার মৃতা কিশোরীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রনের দাবি জানিয়ে অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা।