খাঁচার ভিতরে বাঘের গর্জন, অবশেষে রায়দিঘিতে খাঁচাবন্দি বাঘ
১৬ দিন পর অবশেষে রায়দিঘিতে খাঁচাবন্দি বাঘ। রায়দিঘির ভুবনেশ্বরী দ্বীপের পূর্ব শ্রীধরপুর এলাকায় ধরা পড়ে বাঘটি। বাঘটিকে উদ্ধার করে ঝড়খালিতে নিয়ে যাওয়া হয়। গত ৪ ফেব্রুয়ারি প্রথমে বাঘের পায়ের ছাপটি দেখতে পাওয়া যায়। বাঘের বায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সোমবার বন দফতরের পাতা খাঁচায় বাঘটি ধরা পড়ে।
রায়দিঘির মনি নদীর চড়ের ভুবনেশ্বরী দ্বীপের পূর্ব শ্রীধরপুর এলাকা থেকে বন দপ্তরের পাতা খাঁচায় অবশেষে ১৬ দিন পর আজ ধরা পড়লো প্রাপ্ত বয়স্ক একটি বাঘ। বর্তমানে বাঘটিকে নিয়ে যাওয়া হয়েছে ঝড়খালিতে। মঙ্গলবার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের আওতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রায়দিঘির দমকল এলাকায় মনি নদীর চড়ে বাঘের পা-এর ছাপ দেখতে পায় স্থানীয়রা। পরে বন দপ্তরের পক্ষ থেকে বাঘটির গতিবিধির উপর নজরদারি করে এলাকায় খাঁচা পেতে রাখে। অবশেষে সোমবার বন দফতরের পাতা খাঁচায় বাঘটি ধরা পড়ে। বর্তমানে বাঘটিকে মাতলা রেঞ্জের ঝড়খালিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে বিশেষ পর্যবেক্ষনে রাখার পর ব্যাঘ্র প্রকল্পের আওতার জঙ্গলে বাঘটিকে ছেড়ে দেওয়া হবে। এলাকায় বাঘের পা-এর ছাপ দেখে আতঙ্কে দিন কাটছিল রায়দিঘির দমকল এলাকার বাসীন্দাদের। সোমবার বিকেলে বাঘটি খাঁচাবন্দি হওয়ায় আতঙ্ক কাটিয়ে বন দফতরের কর্মীদেরকে ধন্যবাদ জানায় এলাকার বাসীন্দারা।