Sunderban Royal Bengal Tiger- দীপাবলিতে সুন্দরবনে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের
দীপাবলির *Diwali) সকালে সুন্দরবনের (Sunderban) একটি গ্রামে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা পঞ্চায়েতের বসিরহাট ফরেস্ট রেঞ্জের অন্তর্গত ঝিঙ্গাখালি বিটের শকুনখালীর জঙ্গলে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার। একেবারে সুন্দরবন ঘেঁষা গ্রামে কালীতলায় এই বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক ও গ্রামবাসীরা। যদিও দীপাবলির দিন বাঘ দেখতে পাওয়ায় তা বাড়তি পাওনা বলেই মনে করছেন পর্যটকরা। তারা দূর থেকে ক্যামেরাবন্দি করেন বাঘটিকে। ৭ থেকে ৮ ফুট লম্বা বাঘটি শকুনখালির জঙ্গলে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার জঙ্গলে ভিতরে ঢুকে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাঘ দেখে তবে আতঙ্কে ভুগছেন সুন্দরবনের মানুষ।
দীপাবলির *Diwali) সকালে সুন্দরবনের (Sunderban) একটি গ্রামে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা পঞ্চায়েতের বসিরহাট ফরেস্ট রেঞ্জের অন্তর্গত ঝিঙ্গাখালি বিটের শকুনখালীর জঙ্গলে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার। একেবারে সুন্দরবন ঘেঁষা গ্রামে কালীতলায় এই বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক ও গ্রামবাসীরা। যদিও দীপাবলির দিন বাঘ দেখতে পাওয়ায় তা বাড়তি পাওনা বলেই মনে করছেন পর্যটকরা। তারা দূর থেকে ক্যামেরাবন্দি করেন বাঘটিকে। ৭ থেকে ৮ ফুট লম্বা বাঘটি শকুনখালির জঙ্গলে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার জঙ্গলে ভিতরে ঢুকে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাঘ দেখে তবে আতঙ্কে ভুগছেন সুন্দরবনের মানুষ।