জারি হয়েছে ফতোয়া, হ্যাফপ্যান্ট পরে গেলে ফিরতে হচ্ছে পুরসভার গেট থেকেই

  • পুরসভায় আসতে হলে পরতে হবে শালীন পোষাক
  • এমনই পোস্টার পড়ল এবার রাজপুর-সোনারপুর পুরসভায়
  • এই নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই বিতর্ক
  • এমনকি শুরু হয়েছে রাজনৈতিক তরজাও
  • হ্যাফপ্যান্ট পরে গেলে তাঁদের গেট থেকেই ফিরতে হচ্ছে

/ Updated: Jul 02 2021, 10:13 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 অশালীন বা দৃষ্টিকটূ পোষাক পরে পুরসভার কার্যালয়ে প্রবেশ করা যাবে না। এমনই ফতোয়া জারি হল রাজপুর-সোনারপুর পুরসভায়। পুরসভার প্রবেশ দ্বারে এমনই পোষ্টার দেখা গেল। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এমনকি শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। হ্যাফপ্যান্ট পরে গেলে তাঁদের গেট থেকেই ফিরতে হচ্ছে। ফেরত পাটাচ্ছেন গেটের দায়িত্বে থাকা রক্ষীরা। অনেকেই এই বিষয়টিকে সমর্থন করছেন। অনেকের মতে এর মধ্যে তালিবানি শাসনের চেষ্টা চালছে।