এবার গঙ্গাসাগরে যেতে হলে পেরতে হবে স্যানিটাইজার গেট, একনজরে দেখেনিন কি বললেলন বঙ্কিম হাজরা
- সাগরে যেতে হলে পার করতে হবে স্যানিটাইজার গেট
- সাগর ফেরিঘাটে বসেছে এই গেট
- জানালেন সেখানকার বিধায়ক বঙ্কিম হাজরা
- এক নজরে দেখেনিন কি বললেন তিনি
গঙ্গা সাগরে যেতে হলে এবার প্রথমে পার করতে হবে স্যানিটাইজার গেট। সাগরের কচুবেড়িয়ার ফেরিঘাটে বানানো হয়েছে এই গেট। করোনা আবহে সতর্কতার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বিধায়ক। সেখানকার বিধায়ক বঙ্কিম হাজরা জানিয়েছেন তার এই প্রকল্পে খরচ হয়েছে ঊনপঞ্চাশ হাজার টাকা। তবে সাধারণ মানুষদের জন্য এই ব্যবস্থা করে তিনিও খুশি।