দলকে নিয়ে প্রশ্নের মুখে অরূপ রায়, জবাব দিলেন চাঁচাছোলা

  • কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল
  • সেখানেই দেখা মিলল না রাজিব, লক্ষ্মী-বৈশালী -দের
  • রবিবারের এই সভা নিয়েই উঠতে থাকে প্রশ্ন
  • তারই চাঁচাছোলা জবাব দিলেন অরূপ রায়

/ Updated: Jan 18 2021, 12:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'যারা আন্তরিকভাবে দল করতে চায় তারা সকলেই উপস্থিত।' তৃণমূলকে নিয়ে প্রশ্নের জবাবে এমনটাই বলতে শোনা গেল সমবায় মন্ত্রী অরূপ রায় -কে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রবিবার এই মিছিলের আয়োজন করা হয়। যাতে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে পা মেলান সমবায় মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক জটু লাহিড়ী, ব্রজমোহন মজুমদার, গুলশন মল্লিক , জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য, সহ একাধিক শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। তবে মিছিলে গরহাজির ছিলেন ডোমজুড়ে বিধায়ক হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কডিনেটর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ লক্ষ্মীরতন শুক্লা ও বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। তারা কেন উপস্থিত হননি সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ রায় জানান সকলকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল, যারা আন্তরিকভাবে দল করতে চায় তারা সকলেই উপস্থিত হয়েছিলেন। সেই সঙ্গেই বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। জানিয়েছেন, বিজেপি একটি উশৃঙ্খল দল।