একাধিক নেতার নাম করে তৃণমূলকে খোঁচা শংকর চ্যাট্টোপাধ্যায় -এর

  • তৃণমূল বিরোধী একাধিক মন্তব্য শংকর চ্যাট্টোপাধ্যায়ের
  • সম্মান বাঁচাতে নির্বাচনে লড়তে চাইছেন না জ্যোতিপ্রিয় 
  • এমন কথাও বলতে শোনা গেল তাঁকে
  • অন্যদিকে পাল্টা মন্তব্য করতেও শোনা গেল জ্যোতিপ্রিয় মল্লিককে
     
/ Updated: Dec 12 2020, 05:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সামনেই বিধানসভা ভোট। আর তার আগে এবার তৃণমূল বিরোধী মন্তব্য করতে শোনা গেল শংকর চ্যাট্টোপাধ্যায়কে। বিজেপি সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় উত্তর চব্বিশ পরগনা ঢোকার দিনই জেলা রাজনীতি আবারও গরম। শুক্রবার একাধিক জায়গায় সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতারা আর শনিবার তারই পাল্টা তোপ দাগলেন বারাসাত বিজেপি জেলা সভাপতিশংকর চ্যাট্টোপাধ্যায়। শংকর চ্যাটার্জী শনিবার সাংবাদিকদের বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের মাথায় অক্সিজেন কমে যাচ্ছে, তাই তিনি ভুল বকছেন। সেই সঙ্গেই তিনি জ্যোতিপ্রিয় মল্লিকে মঙ্গল কামনা করে বলেন, খাদ্যমন্ত্রী নির্বাচনে যেখানে দাঁড়াবেন সেখানেই তাই তার না দাঁড়ানই ভালো। হাবড়ায় একলক্ষ ভোটে তিনি হারাবেন, এমনটাই দাবি শংকর চ্যাট্টোপাধ্যায়ের।  শংকর চ্যাট্টোপাধ্যায়ের আরও বলেন, এবার  নির্বাচনে না দাঁড়ালেই সম্মান বাঁচবে জ্যোতিপ্রিয় মল্লিকের। অন্যদিকে হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক জানান দল চাইলে তিনি নির্বাচনে নাও লড়তে পারেন। এছাড়াও তাঁকে সেখানে পাল্টা বিজেপি বিরোধী মন্তব্য করতে শোনা গেল।