টিটাগড়ে শ্যুটআউট, যুবকের মৃত্যু ঘিরে ছড়াল আতঙ্ক

ফের রাজ্যে শ্যুটআউটের ঘটনা। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সেলিম সাহাজি। বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় ইদের মেলায় গিয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফেরার জন্য মেলা থেকে বেরিয়ে আসেন। পরে স্টেশনের কাছে তাঁর রক্তাত্ব দেহ পড়ে থাকতে দেখা যায়। 

/ Updated: May 06 2022, 03:04 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের রাজ্যে শ্যুটআউটের ঘটনা। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সেলিম সাহাজি। বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় ইদের মেলায় গিয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফেরার জন্য মেলা থেকে বেরিয়ে আসেন। পরে স্টেশনের কাছে তাঁর রক্তাত্ব দেহ পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। সেলিমের পিঠে গুলি করার চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। সেলিমের বাবা সমর সাহাজি ইসমাইল, সোনু ও মনু নামের তিন কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন। ওদের নামে খুনের অভিযোগ। এরা নয়াবস্তির বাসিন্দা। এরা সেলিমের বাবা সমরের কাছে ১ লাখ টাকা তোলা চেয়েছিল, না দেওয়ায় সমরকে মারধর করা হয় বলে অভিযোগ।  রহড়া থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।