অবাক করা ঘটনা, বারুইপুরে সাইবেরিয়ান মিউট সোয়ান

বারুইপুর টংতলা মাঠে সাইবেরিয়ান মিউট সোয়ান পাখি। ভারতবর্ষে এই পাখি সচারচর দেখা যায়না। সোমবার দিনভর টংতলা মাঠে দেখা যায় পাখিটিকে। মঙ্গলবার ভোর হতেই উড়ে চলে যায় সাগরের দিকে। বনদফতর থেকে সোমবার পাখিটির উপর নজর রাখা হয়। 
 

/ Updated: Feb 15 2022, 04:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বারুইপুর টংতলা মাঠে সাইবেরিয়ান মিউট সোয়ান পাখি। ভারতবর্ষে এই পাখি সচরাচর দেখা যায়না। সোমবার দিনভর টংতলা মাঠে দেখা যায় পাখিটিকে। মঙ্গলবার ভোর হতেই পাখিটে উড়ে চলে যায় সাগরের দিকে। বনদফতর থেকে সোমবার পাখিটির উপর নজর রাখা হয়। যে পাখি সচরাচর ভারতবর্ষে দেখা যায় না সেই পাখি বারুইপুরে কী করে এল তাই নিয়েই উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, শীতকালে হামেশাই নানান পাখি দেখা যায় এখানে তবে মিউট সোয়ান পাখি তেমন দেখা যায় না। তবে সোমবার দিনভর টংতলা মাঠে দেখা যায় পাখিটি। মঙ্গলবার ভোর হতেই উড়ে চলে যায় সাগরের দিকে। বনদপ্তর এর তরফ থেকে গতকাল পাখিটির উপর নজর রাখা হয় ।মঙ্গলবার সকাল হতেই উড়ে যায় পাখিটি। কি ভাবে এল পাখিটি তা নিয়ে ইতিমধ্যেই চর্চার বিষয় হয়েছে প্রশাসনের কাছে। বারুইপুরের একাধিক এলাকায় বনদপ্তর কর্মীরা তল্লাশি চালাচ্ছেন এই প্রজাতির আরো পাখি আছে কিনা সেই খোঁজে।