Asianet News BanglaAsianet News Bangla

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিজেপির মৌন মিছিল

  • ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসছে বারবার
  • রাজ্যেরএকাধিক জায়গায় দেখা যাচ্ছে এমনই ছবি
  • সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে
  • এবার তারই প্রতিবাদে রায়গঞ্জে বিজেপির মৌন মিছিল
May 8, 2021, 6:54 PM IST

রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ উঠছে বারবার। সেই হিংসার প্রতিবাদে রায়গঞ্জ শহরে মৌন মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। শনিবার রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয় থেকে বিজেপির এই মৌন মিছিল শুরু হয়ে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়। ভোট ও গণনার পরবর্তী সময়ে রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা ও হানাহানির প্রতিবাদে এই মৌন মিছিল বলে জানালেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার। 

Video Top Stories