ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শিলিগুড়ি, সিপিএম কর্মীর বাড়িতে হামলার অভিযোগ

১২ ফেব্রুয়ারি ছিল শিলিগুড়ি পুরভোট। ভোট মিটতে না মিটতেই শুরু ভোট পরবর্তী হিংসা। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শিলিগুড়ি। সেখানে সিপিএম কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোক ভট্টাচার্য।

/ Updated: Feb 13 2022, 06:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১২ ফেব্রুয়ারি ছিল শিলিগুড়ি পুরভোট। ভোট মিটতে না মিটতেই শুরু ভোট পরবর্তী হিংসা। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শিলিগুড়ি। সেখানে সিপিএম কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোক ভট্টাচার্য। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত শিলিগুড়ির ৩২নম্বর ওয়ার্ড। জানা গিয়েছে শিলিগুড়ির ৩২নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী বলাকা মোড় এলাকার বাসিন্দা সোমা ভট্টাচার্য ও তার পরিবার দীর্ঘদিন ধরে সিপিএমের সমর্থক। অভিযোগ গতকাল নির্বাচনের পর রাত ১২টা নাগাদ বাঁশ, লাঠি লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বেশ কিছু দুস্কৃতী। বাড়ীতে ব্যাপক ভাঙ্গচুরের পাশাপাশি মহিলাদের মারধোর করে তারা। অভিযোগ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃনমূল কংগ্রেসের প্রার্থীর মদতে এই ঘটনা ঘটায় দুস্কৃতিরা। খবরপেয়ে ঘটনাস্থলে পৌছায় বামফ্রন্টের নেতৃত্বরা অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্য বলেন, '৩২নম্বর ওয়ার্ডে গতকাল বুথ দখল করার চেষ্টা করে ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু বামফ্রন্টের কর্মীরা তা হতে দেয়নি। সেই কারনে হামলা চালায় দুষ্কৃতীরা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'