কুড়ি টাকার মেনুতেই ফেসবুকে ভাইরাল কৃষ্ণনগরের এই চায়ের দোকান, দেখুন ভিডিও

  • কৃষ্ণনগরের ষষ্ঠীতলার এক চিলতে চায়ের দোকান
  • কুড়ি টাকায় মিলছে পাঁচ রকমের খাবার
  • ফেসবুকে ভাইরাল চা দোকানির উদ্যোগের কথা
     

/ Updated: Oct 27 2019, 06:14 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উদ্দেশ্য ছিল কম পয়সায় ভাল খাবার বিক্রি করে ক্রেতা টানার। কিন্তু তাঁর সেই ভাবনা যে এভাবে তাঁকে বিখ্যাত করে দেবে, তা সম্ভবত ভাবতে পারেননি নদিয়ার কৃষ্ণনগরের চা বিক্রেতা প্রদীপ গড়াই। কৃষ্ণনগরের ষষ্ঠীতলার এক চিলতে দোকানের মালিক প্রদীপবাবু গত কয়েকদিনে ফেসবুকের একটি পোস্টের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছেন। কারণ মাত্র কুড়ি টাকায় গ্রাহকদের পাতে চা, বাটার টোস্ট, ঘুগনি, ডিম সেদ্ধর সঙ্গে একটি কলাও তুলে দিচ্ছেন। মাত্র কুড়ি টাকায় কীভাবে ওই চা দোকানি পাঁচ রকম খাবার দিচ্ছেন, তা ভেবেই অবাক নেটিজেনরা। প্রদীপবাবুর দোকান নতুন টি স্টল নামেই এলাকায় পরিচিত। সোশ্যাল মিডিয়ায় প্রদীপবাবুর কুড়ি টাকার মেনুর কথা জানতে পেরে অনেকেই তাঁর দোকানে যাবেন বলে মনস্থির করে ফেলেছেন। ইতিমধ্যেই প্রায় ন' হাজারবার ওই পোস্টটি শেয়ার হয়েছে। 

প্রদীপবাবু জানিয়েছেন, তিন বছর আগে এই চায়ের দোকান তিনি খুলেছিলেন। বাড়িতে স্ত্রী এবং পুত্রবধূ রয়েছেন। ছেলে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন। মাত্র কয়েকদিন আগে থেকেই ক্রেতা টানতে সামান্য লাভ রেখে এই কুড়ি টাকার এই মেনু চালু করেন তিনি। ক্রেতাদের সাড়াও পাচ্ছিলেন ভাল। কিন্তু ফেসবুকে তাঁর এই উদ্যোগের কথা ভাইরাল  হতেই প্রায় প্রতিদিনই দোকানে ভিড় বাড়ছে। আশপাশের এলাকা থেকে তো বটেই, অনেক দূর থেকেও কেউ কেউ এসে প্রদীপবাবুর দোকানের কুড়ি টাকার মেনু খেয়ে যাচ্ছেন। আর এ সব দেখে প্রদীপবাবুর মুখেও হাসি ফুটেছে।