Sodepur Youth missing : তদন্তের ২৪ ঘন্টা কেটে গেলেও খোঁজ মিলল না যুবকের, উৎকন্ঠায় পরিবারের লোকজন

সোদপুর ঘোলা মিলনগড় অঞ্চলের বাসিন্দা প্রশান্ত চক্রবর্তী বন্ধুদের ফোনে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর তার খোঁজ পাওয়া না গেলে পরিবারের লোকজন ঘোলা থানায় অভিযোগ জানায়, এখন ও খোঁজ না মেলায় উৎকন্ঠায় পরিবারের লোকজন
 

/ Updated: Oct 08 2022, 03:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোদপুর ঘোলা মিলনগড় অঞ্চলের বাসিন্দা প্রশান্ত চক্রবর্তী বন্ধুদের ফোনে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর তার খোঁজ পাওয়া না গেলে পরিবারের লোকজন ঘোলা থানায় অভিযোগ জানায় | তদন্তের ২৪ ঘন্টা কেটে গেলেও খোঁজ মিলল না যুবকের | উৎকন্ঠায় দিন কাটাচ্ছে  যুবকের পরিবারের লোকজন | ঘটনাটি সোদপুর ঘোলা মিলনগড় অঞ্চলের | যুবককে ফিরে না পাওয়ায় ঘোলা থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন |