রাম মন্দিরের ভূমি পুজো, অযোধ্যায় গেল পুরুলিয়ার মাটিও

  • অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রস্তুতি
  • ভূমি পুজো জন্য মাটি সংগ্রহ বিজেপি কর্মীদের
  • পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাটি গেল উত্তরপ্রদেশে
  • উঠল 'জয় শ্রীরাম' ধ্বনি
     
/ Updated: Aug 01 2020, 05:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাদ গেল না পুরুলিয়াও। রাজ্যের প্রান্তিক এই জেলা থেকে রাম মন্দিরের ভূমিপুজোর জন্য মাটি নিয়ে অযোধ্যায় রওনা দিলেন বিজেপি কর্মীরা। উঠল 'জয় শ্রীরাম' ধ্বনি।  জনশ্রুতি আছে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এসেছিলেন রামচন্দ্র স্বয়ং। পাহাড়ের কোলে রাম মন্দির, সীতাকুণ্ড, লহরিয়া শিবমন্দির দেখতে ভিড় জমান পর্যটকরা। শুক্রবার সকালে পুজাপাঠের পর এই তিন জায়গায় মাটি সংগ্রহ করলেন স্থানীয় বাগমুন্ডি বিধানসভা এলাকার বিজেপি কর্মীরা। হাজির ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির দুই সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা, শঙ্কর মাহাতো, বাগমুন্ডি বিধান সভা এলাকায় দলের আহ্বায়ক  জগদীশ কুমার,স্থানীয় নেতা রাকেশ মাহাতো সহ আরও অনেকে। অযোধ্যা পাহাড় থেকে কলসিতে ভরে মাটি প্রথমে নিয়ে যাওয়া হবে ঝাড়খণ্ডের রাঁচিতে। সেখান থেকে উত্তরপ্রদেশের অযোধ্যায়।