জঙ্গলমহলের মানুষদের জন্য এক গুচ্ছ উপহার মুখ্যমন্ত্রীর, এক নজরে দেখে নিন কি কি প্রকল্প শুরু হল সেখানে

  • একগুচ্ছ নয়া প্রকল্পের উদ্বোধন জঙ্গলমহলে
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সূচনা হল এইসব প্রকল্পের
  • এদিন সভায় ২১ টি প্রলকল্পের সুচনা ও ২৫ টি প্রকল্পের উদ্বোধন হয়
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও
/ Updated: Oct 07 2020, 03:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জঙ্গলমহলের মানুষদের জন্য এক গুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খড়্গপুর শিল্পতালুকে এক সভার আয়জন করা হয়েছিল। সেখানেই তিনি সব প্রকল্পের কথা ঘোষণা করেন। দীর্ঘ দিনের পুরনো বেশ কিছু সমস্যার সমাধান তিনি করলেন ওই দিন। ওই সভায় ২১ টি প্রলকল্পের সুচনা ও ২৫ টি প্রকল্পের উদ্বোধন হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নবান্নের বেশ কয়েকজন শীর্ষকর্তা৷ অন্যদিকে জেলা থেকে পুলিশ সুপার দীনেশ কুমার ছাড়াও জেলা শাসক ডা. রশ্মি কমল সহ বিভিন্ন বিভাগের আধিকারিকেরা। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, সাংসদ, বিধায়করা৷ করোনা পরীক্ষার পরেই সকলে সভায় প্রবেশ করতে পেরেছিলেন। করোনা পরীক্ষার জন্য সভায় প্রবেশ দ্বারে এন্টিজেন পরীক্ষা কাউন্টার রাখা হয়েছিল। এই প্রকল্পের মধ্যে থাকছে- হাতির হামলাতে কেউ মারা গেলে তাঁর পরিবারকে আড়াই লক্ষ টাকা ও স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এছাড়াও মাওবাদী এলাকাতে এনভিএফে নিযুক্তরা প্রমোশন পাচ্ছেন কনস্টেবল হিসেবে৷ এই প্রকল্পের সূচনা করতে ওই দিন একজনের হাতে নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গেই জঙ্গলমহলে মাওবাদী পর্বে নিখোঁজ হয়ে থাকা লোকজনের পরিবারকেও ৪ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও করোনা যোদ্ধা হিসেবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক এর করোনাতে মৃত্যু হওয়ায় তাঁর  স্ত্রীকে ১০ লক্ষ টাকা ক্ষতিপুরণ ও সরকারি চাকরীতে নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের সূচনা হয় ওই দিন।