আয়লার স্মৃতি ফিরিয়ে আসছে বুলবুল, সাগর-সুন্দরবনে চূড়ান্ত সতর্কতা, দেখুন ভিডিও

  • ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবিলায় চূড়ান্ত সতর্কতা সুন্দরবনে
  • নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে
/ Updated: Nov 08 2019, 05:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দক্ষিণ চব্বিশ পরগণার অন্তর্গত সাগর ও খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে বুলবুল। আয়লার স্মৃতি ফিরিয়ে ফের সুন্দরবনের উপরে আঘাত হানতে চলেছে ভয়ঙ্গক ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল থেকেই বুলবুলের মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগণা জেলা প্রশাসন। মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান এবং যে ট্রলারগুলি সমুদ্রে রয়েছে, সেগুলিও যাতে দ্রুত ফিরে আসে তা নিশ্চিত করতে লাগাতার প্রচার চালানো হয়েছে। জেলা প্রশাসন আশাবাদী সমস্ত ট্রলার শুক্রবার রাতের মধ্যে নিরাপদ স্থানে ফিরে আসবে। ট্রলারগুলিকে সাহায্য করার জন্য গভীর সমু্দ্রে টহল দিচ্ছে কোস্টগার্ডের জাহাজও। 

অন্য দিকে সুন্দরবন- সহ জেলার উপকূলবর্তী এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। বকখালি, ফ্রেজারগঞ্জের মতো এলাকায় পর্যটকদের হোটেল খালি করে ফিরে যেতে বলা হয়েছে। নতুন করে যাতে কোনও পর্যটকদের হোটেলে ঘর ভাড়া না দেওয়া হয়, সেই নির্দেশও দিয়েছে জেলা প্রশাসন। বকখালির সমুদ্র সৈকতেও চলছে টানা প্রচার।