তারাপীঠে আজ আবির্ভাব তিথি, রাজবেশ পরানো হল মাকে, দেখুন ভিডিও

  • তারাপীঠে আবির্ভাব তিথির পুজো
  • এই দিনটিতেই দু' বার স্নান করানো হয় মা তারাকে
     

/ Updated: Oct 12 2019, 04:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মা তারার আবির্ভাব তিথিতে ভক্তদের ঢল তারাপীঠ মন্দিরে। কথিত আছে শুক্লা চর্তুদশীতেই বণিক জয়দত্ত সওদাগর স্বপ্নাদেশ পেয়ে মা তারাকে মূল মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন।  এই দিনটিকেই মায়ের আর্বিভাব দিবস হিসাবে ধরে নেওয়া হয়। এ দিন ভোর তিনটের সময় মা তারাকে মূল মন্দিরের বাইরে বিশ্রামখানায় এনে স্নান করিয়ে রাজবেশ পরিয়ে মঙ্গল আরতি করা হয়। সারাদিন বিশ্রামগৃহেই রাখা হয় মা তারার মূর্তি। রাতে ফের মূল গৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূর্তি। সেখানে ফের মা তারাকে স্নান করিয়ে ফের রাজবেশ পরানো হয়। এই বিশেষ দিনটিতেই মাকে দু' বার স্নান করানো হয়। 

আবির্ভাব তিথিতে দুপুরে মাকে অন্ন ভোগ দেওয়া হয় না। বদলে ভোগে দেওয়া হয় লুচি, সুজি, পাঁচ রকম ভাজা, মিষ্টির ভোগ। মা তারাকে অন্নভোগ দেওয়া হয়না বলে সেবায়েতরাও অন্ন গ্রহণ করেন না। রাতে অবশ্য মা তারাকে ভোগে দেওয়া হয় পোলাও, পাঁচ রকম সব্জি, মাছ এবং মিষ্টি। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, 'আগে আবির্ভাব তিথিতে তারাপীঠে বড় মেলা বসত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জায়গা কমে যাওয়ায় এখন আর মেলা বসে না। সারাবছর মা উত্তরমুখী থাকলেও এই দিনটিতে মা পশ্চিমে মুখ করে থাকেন। আজকের দিনেই ভক্তরা মায়ের মূর্তির আরও কাছাকাছি এসে তাঁকে স্পর্শ করতে পারেন।'