এক নজরে এই মুহূর্তের স্পিড নিউজ, ৫ মিনিটে ১০ খবর
- এই মুহূর্তের সেরা কিছু খবর
- দেশ-বিদেশের দশটি বড় খবর
- দেখেনিন তারই এক ঝলক
২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৬০,৯৭৫ জন, মৃতের সংখ্যা ছাড়াল ৫৮ হাজার। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত সাড়ে ৩১ লক্ষের বেশি। তবে সুস্থতার হারও ভারতে ৭৫ শতাংশ ছাড়িয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হল তমলুক জেলা হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের এক সুপারভাইজার মহিলার। মৃত মহিলার নাম ঊমা সামন্ত। পরিবারের অভিযোগ গতকাল সন্ধ্যা থেকেই বারে বারে হাসপাতাল কর্তৃপক্ষকে র্যাপিড টেস্ট করার অনুরোধ করাহয়। কিন্তু কোন ধরনের টেস্টই করেননি হাসপাতাল কর্তৃপক্ষ।
নিজের বিয়ে নিজেই রুখলো এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে।
প্রবল ঘূর্ণিঝড়ের বিরল দৃশ্য দেখা গেল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের তালসাগরা গ্রামে। সোমবার বিকেলে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয় এলাকায়। এরই মাঝে আচমকা মানুষ প্রত্যক্ষ করেন গ্রাম লাগোয়া ধানজমিতে ঘুর্নির আকারে বাতাস উপরে উঠে যাচ্ছে।
এবছরের মত বন্ধ হল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন। ২৮শে অগাষ্ট মহাজাতি সদনে প্রতিষ্ঠা দিবস উদযাপন হওয়ার কথা ছিল। সেই অনুমতিই বাতিল করল কলকাতা পুলিশ।
শুভেন্দুগড়ে বন্ধ হল কারখানা। কাজ হারালো ৯০ জন স্থায়ী কর্মী। করোনা সঙ্কটের মধ্যে যখন রুজি-রোজগার নিয়ে চিন্তা বাড়ছে, তখনই তালা ঝুলল হলদিয়ার এক ভোজ্যতেল কারখানায়।
সিভিল সার্ভিস পাশ করতে হলে আনতে হবে নোকিয়া ৫৩১০। এমনই বার্তা দিলেন আইপিএস অরুণ বোথরার।
৮২ বছরের বৃদ্ধা শাশুড়িকে মারছে বৌমা, ভিডিও ভাইরাল এখন নেট দুনিয়ায়। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনপতে। পরে পুলিশ এসে গ্রেফতার করে পুত্রবধূকে।
আফগানিস্তানের শান্তি ফেরাতে এবার বিশেষ উদ্যোগ নিল পাকিস্তান। ২০ সদস্যের তালিবাদ প্রতিনিধি দল গিয়েছে আফগানিস্তানে।
নেট দুনিয়ায় ক্রমশই বাড়ছে অপরাধ। এবার তেমনই এক অপরাধের শিকার হলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ভার্চুয়ালি শ্লীলতাহানীর শিকার হয়েছেন তিনি।