Saraswati Puja 2022: প্রতিমা তৈরি থেকে পুজো, গোবরডাঙায় বাগদেবীর আরাধোনায় পড়ুয়ারা

পড়ুয়াদের হাতেই সেজে উঠছেন বিদ্যার দেবী সরস্বতী। শনিবার বাগদেবীর আরাধনা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সরস্বতী পুজোর আগে জোর কদমে চলছে এখন প্রস্তুতি। নিজের হাতে ঠাকুর গড়ে পড়ুয়ারাই এখানে পুজোও করবে। গোবরডাঙার এক প্রাইভেট টিউশন ব্যাচের পড়ুয়াদের এই উদ্যোগ।

/ Updated: Feb 03 2022, 04:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হাতে আর মাত্র একটা দিন। শনিবার বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলার মানুষ। আর এই সরস্বতী পুজো নিয়েই ব্যস্ততা এখন তুঙ্গে। সরস্বতী পুজো উপলক্ষে নিজেদের হাতে প্রতিমা তৈরি করছে পড়ুয়ারা। পুজো সমস্ত কিছুই করছে পড়ুয়ারাই। এমনকি পুজোও করবে তারাই। সেই মতোই চলছে প্রতিমা তৈরীর কাজ। উত্তর ২৪ পরগণার গোবরডাঙার অন্তর্গত বেড়গুম এলাকায় একটি প্রাইভেট টিউশন ব্যাচের তরফে এমনই পুজোর আয়োজন চলছে। প্রতিমা তৈরি করছে গোবরডাঙা হিন্দু কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রীতি পাল ও গোবরডাঙার ইছাপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী দিশা দাস। পুজোর দিন মন্ত্রপাঠের দায়িত্ব নিয়েছেন ওই টিউশন ব্যাচেরই পড়ুয়া বেড়গুম হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমা মিত্র ও দশম শ্রেণীর ছাত্রী রানি পাল। জানা কুমোরটুলিতে গিয়ে তাঁরা শিখেছে কীভাবে প্রতিমা তৈরি হয়। তাঁদের এই কাজে সহযোগিতা করছেন তাঁদের শিক্ষক।