টাকা দিলে তবেই সাইকেল, প্রধান শিক্ষকের ফরমানে বিতর্কে কুলটির স্কুল, দেখুন ভিডিও

  • সুবজ সাথীর সাইকেলের বিনিময়ে টাকা দাবি
  • টাকা চাইলেন স্কুলের প্রধান শিক্ষক
  • কুলটির সরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ
/ Updated: Sep 18 2019, 04:16 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সাইকেল পিছু দিতে হবে চল্লিশ টাকা। সবুজ সাথীর সাইকেল পাওয়ার জন্য এমনই ফরমান জারি করলেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। মঙ্গলবার এমনই অভিযোগ উঠেছে আসানসোলের কুলটির মিঠানি হাইস্কুলে। আর তা নিয়ে প্রশ্ন তুলতেই রীতিমতো চটে আগুন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন পাল। খোদ মুখ্যমন্ত্রী যেখানে বিনামূল্যে সবুজ সাথী সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেখানে তিনি কীভাবে ছাত্রদের থেকে টাকা দাবি করলেন, সেই প্রশ্ন করতেই রেগে যান বৃন্দাবনবাবু। রীতিমতো ঝাঁঝিয়ে উঠে তাঁর জবাব, 'কে মুখ্যমন্ত্রী ? টাকা না নিলে কি করে কাজটা হবে ? কোনও উত্তর দেব না। আমি যা করছি, বেশ করছি।' 

প্রধান শিক্ষকের এই ফরমানে বিপাকে পড়ে ছাত্রছাত্রীরাও। স্কুলের বেশির ভাগ পড়ুয়াই দিন মজুরদের পরিবার থেকে এসেছে। চল্লিশ টাকাও তাদের অনেকের কাছে থাকে না।   টানা না থাকায় স্কুল চলাকালীন বাড়িতে সবাই ছুটে যায় টাকা আনতে। ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেরই বাড়ি স্কুল থেকে কয়েক কিলোমিটার দূরে। টাকা নিয়ে তবেই সাইকেল পায় ছাত্রছাত্রীরা। কিন্তু যে টাকা আনতে পারেনি, তার ভাগ্যে সাইকেল জোটেনি।