School reopen: পুনরায় খুলল স্কুল, খুশির মেজাজে পড়ুয়া থেকে অভিভাবকরা

২০ মাস পরে স্কুল খুললেও করোনার জেরে আবারও তা বন্ধ হয়ে যায়। অবশেষে করোনা ভয় কাটিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে আবারও খুলল স্কুল। স্কুল খোলায় খুশি ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক, অভিভাবক সকলেই। ব্যারাকপুর গার্লস হাই স্কুল এদিন সকালে দেখা গেল এমনই ছবি। স্কুল খোলার আনন্দে শিকেয় উঠেছে দূরত্ববিধি।
 

/ Updated: Feb 03 2022, 02:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২০ মাস পরে স্কুল খুললেও করোনার জেরে আবারও বন্ধ হয়ে যায় স্কুল। অবশেষে করোনা ভয় কাটিয়ে ৩ ফেব্রুয়ারি থেকে আবারও খুলল স্কুল। স্কুল খোলায় খুশি ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক, অভিভাবক সকলেই। স্কুল খোলার জন্য বেশ কিছুদিন ধরেই চলছিল বিক্ষোভ অবেশেষে খুলেছে স্কুল। ব্যারাকপুর গার্লস হাই স্কুল এদিন সকালে দেখা গেল এমনই ছবি। স্কুল খোলার আনন্দে শিকেয় উঠেছে দূরত্ববিধি। এমনই ছবি এদিন ধরা পড়ল ব্যারাকপুর গার্লস হাই স্কুলে। বৃহস্পতিবার থেকে পুনরায় পঠন-পাঠন শুরু হল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর। করেনা বিধি মেনেই আবারও খুলেছে স্কুল। সম্ভবত ছাত্রছাত্রী এবং অভিবাবকরা খুশি চোখে পড়ার মতো ছিল ব্যারাকপুর গার্লস হাই স্কুলে। চোখে পড়ার মতন ছিল ছাত্রীদের উপস্থিতি। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যে সামাজিক দূরত্ব বিধি মানতে হবে তা কার্যত শিকেয় উঠলো এদিন। ছাত্রীদের অতি উৎসাহে স্কুলের গেটে দেখা গেল না সামাজিক দূরত্ববিধি ।