বাঁকুড়ার স্টেশন পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রীর, সুভাষ সরকার তুলে ধরলেন মোদীর উন্নয়ন প্রকল্পগুলি

 বাঁকুড়ার স্টেশন পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রীর, সুভাষ সরকার তুলে ধরলেন মোদীর উন্নয়ন প্রকল্পগুলি । কেন্দ্রের মোদী সরকার ৩১ মে দ্বিতীয় মেয়াদের তৃতীয় বর্ষে পা রাখবে। তারজন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছে

/ Updated: May 30 2022, 04:27 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কেন্দ্রের মোদী সরকার ৩১ মে দ্বিতীয় মেয়াদের তৃতীয় বর্ষে পা রাখবে। তারজন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছে।  গোটা দেশেই তুলে ধরা হবে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক প্রকল্পগুলিকে। আর সরকারি প্রকল্পের সুবিধে যাঁরা পান তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিমলা থেকে ভার্চুয়াল বৈঠকে গোটা দেশের মানুষ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই উপলক্ষ্যে তৈরি হচ্ছে বাঁকুড়া। এদিন তারই প্রস্তুতিপর্বে বাঁকুড়া স্টেশন পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকরা। তিনি বলেন, মোদী সরকারের আমলে একাধিক কেন্দ্রীয় প্রকল্প নেওয়া হয়েছে। যেগুলির সরাসরি সুবিধে পেয়েছে দেশের সাধারণ মানুষ ও পিছিয়ে পড়া মানুষরাষ কোভিডের সময় কেন্দ্রীয় সরকার দেশের প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে চাল ও  ডালের মত নিত্যপ্রোয়জনীয় রেশন দেওয়া শুরু করেছিল। যা  এখনও অব্যাহত রয়েছে।