তৃণমূলের কর্মিসভায় মতামত বাক্স, আগেও ছিল, দাবি পার্থর

  • বেহালায় তৃণমূলের কর্মিসভা
  • পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কর্মীসভা
  • সেখানেই দেখা গেল মতামত বাক্স
/ Updated: Jun 09 2019, 07:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোট মিটে গেলেও ফের নতুন করে কর্মিসভা শুরু করেছে রাজ্যের শাসক দল। এ দিন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে কর্মিসভা করেন এলাকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই দেখা যায়, কর্মীদের অভাব অভিযোগ দেওয়ার জন্য একটি মতামত জমা দেওয়ার বাক্স রাখা হয়েছে। অনেক কর্মীই সেখানে লিখিত মতামত, পরামর্শ জমাও দিলেন। পার্থবাবুর অবশ্য দাবি, তিনি বরাবরই এই মতামত বাক্স নিজের অফিসেও রাখেন। সেখানে সাধারণ মানুষ তাঁদের মতামত জমা দেন। 

তৃণমূল মহাসচিব বলেন, "আমার কেন্দ্রে ২০০১ সাল থেকেই আমি এই ব্যবস্থা রেখেছি। আমার অফিসেও এই ব্যবস্থা আছে।" রাজ্যে বিজেপি-র ভোট বৃদ্ধি এবং উত্থানের কারণেই যে লোকসভা ভোট মিটতেই ফের কর্মিসভা করতে হচ্ছে, তাও পরোক্ষে স্বীকার করে নেন পার্থবাবু। তিনি বলেন, " রাজ্যের ভোটের দিকে নজর রাখতে হবে। আমরা তো কোনওদিন ভাবিনি বামের ভোট রামে চলে যাবে। এই রহস্যটা তো জানতে হবে। মানুষের কাছে গিয়ে বলতে হবে।"