প্রজাতন্ত্র দিবস পালনের মাঝেই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু

রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি শুভেন্দু। নন্দীগ্রামে প্রজাতন্ত্র দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে নন্দীগ্রামে পতাকা উত্তোলনও করেন তিনি। নন্দীগ্রামে দশটি মন্দিরে সিসিটিভি ও মাইক দেন তিনি।

/ Updated: Jan 26 2022, 03:58 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই দেশের নানান প্রান্তে শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবস পালন। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি শুভেন্দু। নন্দীগ্রামে প্রজাতন্ত্র দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে নন্দীগ্রামে পতাকা উত্তোলনও করেন তিনি। নন্দীগ্রামে দশটি মন্দিরে সিসিটিভি ও মাইক দেন তিনি। এছাড়াও ২০ টি খোল প্রদান করেন তিনি। প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবছরও বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয় রেড রোডে। অনুষ্ঠানের পাশাপাশি সেখানে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানেই আমন্ত্রিতদের তালিকায় ছিলেন না শুভেন্দু অধিকারী। তাঁকে আমন্ত্রণ করা হয়নি বলেই জানান শুভেন্দু। এদিন তাই তিনি নন্দীগ্রামেই বিশেষ অনুষ্ঠান করেন। প্রজাতন্ত্রদিবস উপলক্ষে নন্দীগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে পতাকাও উত্তোলন করেন শুভেন্দু। পাশাপাশি এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতেও ছাড়েননি।