টিকিট আছে তো, সরকারি বাসে হঠাৎ হানা পরিবহণমন্ত্রীর, দেখুন ভিডিও

  • সরকারি বাসে হানা দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • সঠিক ভাড়া দিয়ে টিকিট কাটার জন্য যাত্রীদের আবেদন
     
/ Updated: Oct 17 2019, 12:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আচমকাই সরকারি বাসে হানা দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব যাত্রী ঠিকমতো টিকিট কাটছেন কি না, মূলত তা খতিয়ে দেখতেই পরিবহণমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। বুধবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথি ফেরার পথে বেলদার ললাট বাস স্ট্যান্ডে আসানসোল- দিঘা রুটের একটি সরকারি বাস দাঁড় করিয়ে উঠে পড়েন মন্ত্রী। সঠিক ভাড়া দিয়ে টিকিট কাটার জন্য সব যাত্রীকে অনুরোধ করেন তিনি। পাশাপাশি বাস কন্ডাক্টরকেও সততার সঙ্গে কাজ করতে অনুরোধ করেন মন্ত্রী। 

বাস কন্ডাক্টরের উদ্দেশে মন্ত্রীকে বলতে শোনা যায়, 'আগে দু' মাস পরে বেতন হতো। এখন আমি চুক্তিভিত্তিক কর্মীদেরও বেতন বাড়িয়ে দিয়েছি। আপনাদের এক তারিখে বেতন দেওয়া হচ্ছে। সরকারের রাজস্ব নষ্ট করবেন না।' অনেক সরকারি বাসেই যে টিকিট কাটা নিয়ে দুর্নীতি হচ্ছে, তাও এ দিন বাস কন্ডাক্টরকে মনে করিয়ে দেন পরিবহণমন্ত্রী। আচমকা পরিবহণমন্ত্রীকে সামনে দেখে চমকে যান যাত্রীরাও।