Asianet News BanglaAsianet News Bangla

বারুইপুরের আদি গঙ্গায় তর্পণ করতে মানুষের ভিড়

Oct 6, 2021, 3:17 PM IST

মহালয়ার সকাল থেকেই গঙ্গার ঘাটে মানুষের ভিড়।  বারুইপুরের (Baruipur) আদি গঙ্গায় ভোর থেকেই শুরু তর্পণ। সকাল থেকে তর্পণ এর জন্য সাধারণ মানুষের ভিড় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের আদি গঙ্গায় (Ganges)। আদি গঙ্গার সদাব্রত ঘাটে হাজার হাজার মানুষ ভিড়। প্রতি বছরই এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তর্পণের উদ্দেশে যান। প্রতিবছরের মতই এবারও সেখানে দেখা গেল একই ছবি। প্রতি বছরই সেখানে মানুষের ঢল নামে তর্পণ করতে।