ভুটানে পাচারের আগেই বাজেয়াপ্ত ১৫টি তক্ষক

  • ভুটান সীমান্তে তক্ষক উদ্ধার
  • ১৫টি তক্ষক বাজেয়াপ্ত
  • বনদফতরের অভিযান আলিপুরদুয়ারের  দলসিংপাড়ায়
  • গ্রেফতার ৩ স্থানীয় বাসিন্দা
/ Updated: Dec 30 2019, 05:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


পাচারের আগেই বনদফতরের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে বাজেয়াপ্ত ১৫টি তক্ষক। ঘটনাটি আলিপুরদুয়ারের দলসিংপাড়ায়। ভুটান সীমান্তবর্তী এই এলাকায় গোপান সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে অপেক্ষা করছিল বনদফতরের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। এলাকা থেকে তক্ষক পাচারের অভিযোগে ইতিমধ্যে ৩ স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। 

 ভুটানের এক ব্যক্তিকে তক্ষকগুলি বিক্রি করার ছক ছিল পাচারকারীদের। ছোট আকারের এই তক্ষকগুলিকে ভুটানে নিয়ে গিয়ে আরও বড় করে  বেশি দামে বিক্রি করত  পাচারকারীরা। আন্তর্জাতিক বাজারে বড় তক্ষকের দাম আকাশছোঁয়া।

পাচার হতে চলা তক্ষকগুলির মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। বেআইনি ভাবে তক্ষক পাচারের অভিযোগে  স্থানীয় তিন যুবক ফাগু খাড়িয়া (৩৪), সুরজ খাড়িয়া(২২) এবং অর্জুন খাড়িয়াকে হাতেনাতে ধরেন  বনদফতেরর স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা।