মন্ত্রীর বাড়ির সামনে টেট উত্তীর্ণদের ধর্না অব্যাহত, এবার আমরণ অনশনের হুমকি


চাকরির দাবিতে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বাড়ির সামনে ধর্নায় বসেছেন টেট উত্তীর্ণরা। এঁরা প্রত্যেকেই উর্দু ভাষায় শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন।  অভিযোগ কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরেও তাঁদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়নি। তৃণমূলের নেতা, মন্ত্রীরা বার বার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি বলেই অভিযোগ। কেবলমাত্র মিলেছে আশ্বাস। এবার চাকির নোটিফিকেশন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। যদিও এবিষয়ে মন্ত্রী গোলাব রব্বানি এখনও তাঁদের সঙ্গে দেখা করেননি। 

/ Updated: Nov 11 2019, 04:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


চাকরির দাবিতে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বাড়ির সামনে ধর্নায় বসেছেন টেট উত্তীর্ণরা। এঁরা প্রত্যেকেই উর্দু ভাষায় শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন।  অভিযোগ কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরেও তাঁদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়নি। তৃণমূলের নেতা, মন্ত্রীরা বার বার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি বলেই অভিযোগ। কেবলমাত্র মিলেছে আশ্বাস। এবার চাকির নোটিফিকেশন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। যদিও এবিষয়ে মন্ত্রী গোলাব রব্বানি এখনও তাঁদের সঙ্গে দেখা করেননি। 

রবিবার রাতে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা ব্যর্থ হয়। এদিকে আবন্দোলনকারীদের সঙ্গে তিনি একমত বলেই প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী। শিক্ষা দফতরের সঙ্গেও তিনি কথা বলেছেন। তবে  কাজের জন্য বাইরে থাকায় আন্দোলনকারীদের সঙ্গে তিনি দেখা করতে পারেননি বলে জানিয়েছেন।