শোকসভায় এসে ক্ষমা চাইছে ষাঁড়, তাই দেখেই চোখ কপালে উঠল এলাকার মানুষদের
- শোকসভায় এসে ক্ষমা চাইতে দেখা গেল এক ষাঁড়কে
- এমনটাই মত শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকার বাসিন্দাদের
- কিছুদিন আগে এই ষাঁড়ের জন্যই মৃত্যু হয়েছিল ওই ব্যবসায়ীর
- তাঁর স্মরণসভায় এসেই ক্ষমা চাইতে দেখা গেল ষাঁড়টিকে
- এক নজরে দেখে নিন সেই ভিডিও
শোকসভায় এসে ক্ষমা চাইছে ষাঁড়। শুধু তাই নয় সেই সঙ্গেই তাঁর চোখ থেকে অঝড়ে গড়িয়ে পড়ছে জল। এমন ঘটনারই সক্ষী থাকলেন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকার বাসিন্দারা। ঘটনার সুত্রপাত বেশ কয়েকদিন আগে। সেখানকারই স্থানীয় এক ব্যবসায়ী নৃপেন ভাওয়াল একটি ষাঁড়ের গুঁতোয় গুরুতর আহত হন। পরে সেই ব্যক্তির মৃত্যুও হয়। আর তাঁর শোকসভারই আয়োজন করা হয়েছিল সেখানে। সেই শোক সভাতেই হাজির হয় সেই ষাঁড়। এলাকার বাসিন্দারা জানান এই ষাঁড়টির কারণেই মৃত্যু হয়েছিল নৃপেন বাবুর। পরে সেখানকার মানুষজন ওই ষাঁড়টিকে দেখে রীতিমতন হতবাক হয়েযান। তার জানান ষাঁড়টি মাথা নীচু করে দাঁড়িয়ে থাকার পাশাপাশি তার চোখ দিয়ে জল পড়ছিল।