করোনা কাটিয়ে সরস্বতী পুজোর আগে আশার আলো দেখছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা

  • পুজোর আগে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে
  • ২০২০ সালে অবশ্য সেই ছবিতেই এসে ছিল বদল
  • করোনার দাপটেই বদলে ছিল সেই ছবি
  • এখন সেই দাপট কমেছে অনেকটাই
  • এবার সরস্বতী পুজোয় তাই আশায় প্রতিমা শিল্পীরা
     
/ Updated: Feb 13 2021, 06:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুজোর আগে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে। ২০২০ সালে অবশ্য সেই ছবিতেই এসে ছিল বদল। সবটাই হয়েছিল করোনার দাপটে। করোনাকে এখন অনেকটাই কাটিয়ে উঠেছে দেশ। তারই মাঝে আরও এক পুজো দরজায় কড়া নাড়ছে। সরস্বতী পুজোর আগে আর মাত্র কটা দিন বাকি। এখন তারই প্রস্তুতি চলছে কৃষ্ণনগরের ঘূর্ণীতে। সেখানকার শিল্পীরা ব্যস্ত সরস্বতী প্রতিমা বানাতে। চাহিদে তবে এবার অনেকটাই কম। এমনটাই জানাচ্ছেন সেখানকার শিল্পীরা।