Asianet News Bangla

বজবজ ট্রাঙ্ক রোডের কঙ্কালসার চেহারা, প্রাণের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত

Jun 24, 2021, 9:09 PM IST

বর্ষা শুরু হতে না হতেই রাস্তার বেহাল দশা। বজবজ ট্রাঙ্ক রোডের কঙ্কালসার চেহারা এলো সামনে। প্রাণের ঝুঁকি নিয়েই সেখানে চলছে যাতায়াত। প্রায় দিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে সেখানে। প্রতি বছরই বর্ষা আসলেই রাস্তার এই দশা হয়। এই নিয়ে বিধায়ককে প্রশ্নও করা হয়। সেই সব প্রশ্নের অবশ্য সদুত্তর দিতে পারেননি তিনি। স্থানীয় মানুষের অভিযোগ প্রতি বছরই বর্ষা আসলেই এই পরিস্থিতির সম্মুখিন হতে হয় সেখানকার মানুষদের। এই নিয়ে মহেশতলা পৌরসভার প্রশাসক তথা মহেশতলা বিধানসভার তৃণমূল বিধায়ক দুলাল চন্দ্র দাসকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান 'ইতিমধ্যেই কেএমডিএ রাস্তা সারাইয়ের কাজ হাতে নিয়েছে। সম্ভবত দুর্গা পুজোর আগেই এই রাস্তা সারাবার ঠিক হয়ে যাবে।