Asianet News BanglaAsianet News Bangla

আইসিইউ -এ চিকিৎসা চলছে রোগীর, পরিবারের হাতে তাঁরই ডেথ সার্টিফিকেট ধরাল হাসপাতাল

  • ডোমজুড়ের সলোপের বাসিন্দা উদয়শঙ্কর চোঙদার
  • নার্ভের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসারত তিনি
  • শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় আইসিইউ -তে রয়েছেন 
  • তাঁরই ডেথ সার্টিফিকেট পেল পরিবার
Jul 8, 2021, 7:58 PM IST

ডোমজুড়ের সলোপের বাসিন্দা উদয়শঙ্কর চোঙদার। নার্ভের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসারত তিনি। শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় আইসিইউ -তে রয়েছেন। লেকটাউনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। বুধবার হাসপাতাল থেকে উদয়শঙ্কর বাবুর বাড়িতে ফোন যায়। হাসপাতাল থেকে জানান হয় তিনি মারা গিয়েছেন। হাসপাতাল থেকে তাঁর ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়। অথচ মৃতদেহ দেওয়ার সময় অন্য এক ব্যক্তির দেহ দেওয়া হয়। এমনটাই অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে। দেহ নিতে অস্বীকার করে উদয়শঙ্করবাবুর পরিবার। পরে অবশ্য উদয়শঙ্করবাবুর ছেলে বাবাকে আইসিইউ -তে দেখতে পান। এই ঘটনায় হাসপাতালের গাফিলতির অভিযোগ উঠেছে। হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসারও অভিযোগ তুলেছে উদয়শঙ্করবাবুর পরিবার। 

Video Top Stories