উত্তপ্ত ইংরেজ বাজার, গোষ্ঠী সংঘর্ষে ঘিরে চলল গুলি-বোমাবাজি
- ফের উত্তপ্ত মালদার ইংরেজ বাজার এলাকা
- তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে চলল বোমাবাজি
- ঘটনায় আহত বেশ কয়েকজন
- যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
- ঘটনাস্থলে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত ইংরেজবাজার। সালিশি সভাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। পরে তা ভয়াবহ চেহারা নেয়। ঘটনাকে কেন্দ্র করে চলে গুলি এবং ব্যাপক বোমাবাজি। যার জেরে সেখানে আহত হয় আহত বেশ কয়েকজন। যাদের মধ্যে পঞ্চায়েত প্রধান আত্মীয় দাউদ শেখের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মালদা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, জমি বিবাদের জেরে শনিবার সেখানে সালিশি সভা বসে। সেই সালিশি সভায় সংঘর্ষে জড়িয়ে পরে তৃণমূল প্রধানের স্বামী জাহিরুল শেখ ও পঞ্চায়েতের তৃণমূল মেম্বার আয়ুসি বিবির স্বামী লাকি শেখ। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। চলে গুলি এবং ব্যাপক বোমাবাজি। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।