ঘরের ছাউনি নেই রয়েছে ছেঁড়া ত্রিপল, চরম দুরবস্থা -র সঙ্গে দিন কাটছে খাঁ পরিবারের

এ যেন তাসের ঘর, তবে তা ইঁট দিয়ে তৈরি। ঘরের ছাউনি বলতে রয়েছে ছেঁড়া ত্রিপল। সামান্য ঝড়-বৃষ্টি হলেই দুলতে থাকে সেই ঘর। সেই বাড়িতেই দিন কাটাচ্ছেন কার্তিক খাঁ ও তাঁর পরিবার। পুরুলিয়ার বাঘমুন্ডি -র বাসিন্দা কার্তিক খাঁ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়েই তাঁর সংসার। এই ঘরেই কোনও মতে দিন কাটছে তাঁর। তবে রাত হলেই পরিবারকে নিয়ে কিষান মান্ডিতে চলে যান কার্তিক। সেখানেই রাত কাটান তাঁরা। পঞ্চায়েতে বললেও মেলেনি বাড়ি, জানালেন কার্তিক বাবু। কার্তিক বাবুর স্ত্রী ঝুমা খাঁ জানালেন আশ্বাস মিললেও মেলেনি বাড়ি। মাথার উপর একটা ছাদই তাঁর একমাত্র চাহিদা, জানালেন ঝুমা দেবী। বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান বীরবল মাছুয়াড় জানালেন, চেষ্টা চলছে কীভাবে বাড়ি দেওয়া যায়। সমস্ত সমস্যা মেটানোরই চেষ্টা চলছে বলেই তিনি জানালেন। দীর্ঘদিন ধরে তাঁরা এই ভাবেই সেখানে দিন কাটিয়ে আসছেন। কবে এই খাঁ পরিবারের মুখে হাসি ফুটিয়ে তাঁদের মাথার উপর একটা ছাদ জুটবে তা এখন প্রশ্নের মুখে। 
 

/ Updated: Jul 24 2021, 11:19 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এ যেন তাসের ঘর, তবে তা ইঁট দিয়ে তৈরি। ঘরের ছাউনি বলতে রয়েছে ছেঁড়া ত্রিপল। সামান্য ঝড়-বৃষ্টি হলেই দুলতে থাকে সেই ঘর। সেই বাড়িতেই দিন কাটাচ্ছেন কার্তিক খাঁ ও তাঁর পরিবার। পুরুলিয়ার বাঘমুন্ডি -র বাসিন্দা কার্তিক খাঁ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়েই তাঁর সংসার। এই ঘরেই কোনও মতে দিন কাটছে তাঁর। তবে রাত হলেই পরিবারকে নিয়ে কিষান মান্ডিতে চলে যান কার্তিক। সেখানেই রাত কাটান তাঁরা। পঞ্চায়েতে বললেও মেলেনি বাড়ি, জানালেন কার্তিক বাবু। কার্তিক বাবুর স্ত্রী ঝুমা খাঁ জানালেন আশ্বাস মিললেও মেলেনি বাড়ি। মাথার উপর একটা ছাদই তাঁর একমাত্র চাহিদা, জানালেন ঝুমা দেবী। বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান বীরবল মাছুয়াড় জানালেন, চেষ্টা চলছে কীভাবে বাড়ি দেওয়া যায়। সমস্ত সমস্যা মেটানোরই চেষ্টা চলছে বলেই তিনি জানালেন। দীর্ঘদিন ধরে তাঁরা এই ভাবেই সেখানে দিন কাটিয়ে আসছেন। কবে এই খাঁ পরিবারের মুখে হাসি ফুটিয়ে তাঁদের মাথার উপর একটা ছাদ জুটবে তা এখন প্রশ্নের মুখে।