যে জলাশয়ে এরা থাকে সেখানে একাই রাজত্ব চালায় এই কচ্ছপ, ভয়াবহ রাক্ষুসে কচ্ছপের দেখা মিলল সুন্দরবনে

  • আমেরিকার বিরল প্রজাতির কচ্ছপ মিলল সুন্দরবনে
  • অনিমেষ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় কচ্ছপটি
  • একে লাল কান কচ্ছপ বা রেড ইয়ার্ড কচ্ছপ বলা হয়
  • সাধারণত আমেরিকায় দেখতে পাওয়া যায় এই কচ্ছপ
     

/ Updated: Jun 24 2021, 08:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আমেরিকার বিরল প্রজাতির কচ্ছপ মিলল সুন্দরবনে। অনিমেষ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় কচ্ছপটি। একে লাল কান কচ্ছপ বা রেড ইয়ার্ড কচ্ছপ বলা হয়। সাধারণ আমেরিকায় দেখতে পাওয়া যায় এই কচ্ছপ। অনেকে একে রাক্ষুসে কচ্ছপ বলেও চেনে। অন্য কোনো কচ্ছপ বা মাছ কে বাঁচতে দেয় না এরা। মঙ্গলবার বিকেলে অনিমেষ মণ্ডল নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি জলাশয় থেকে সেটিকে বেরিয়ে আসতে দেখে ধরে ফেলে। কচ্ছপটিকে বাড়ি নিয়ে যায় সে। রাতে বিষয়টি জানতে পেরে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে। বুধবার সকালে সেটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বন দফতর সূত্রের খবর, এটা আমেরিকান স্পেসিস। এরা যে জলাশয়ে থাকবে সেখানে অন্য কোনো কচ্ছপ বা মাছ কে বাঁচতে দেয় না। ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। তাই এটিকে আলিপুর চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বন দফতর সূত্রে খবর। যে জলাশয়ে এরা থাকে সেখানে একাই রাজত্ব চালায় এই কচ্ছপ। এমনটাই জানাচ্ছেন বন দফতরের আধিকারিক।