দাসপুরে আলোড়ন, জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ


বনদফতর এবার উদ্ধার করল একটি বিশাল আকৃতির কচ্ছপ। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ২ নম্বর ব্লকের দুধকামরা গ্রাম। এখানকার রাজবংশী পাড়ার বাসিন্দা গোপাল ধারা নদীতে জাল ফেলেছিলেম মাছ ধরার জন্য। আর সেখানেই উঠে এল ৫০ কেজি ওজনের এক বিশালাকার কচ্ছপ। খবর পেয়েই সেটিকে উদ্ধার করতে চলে আসেন বনদফতরের কর্মীরা। সঙ্গে ছিল পুলিশও। বিরল প্রজাতির কচ্ছপটির বয়স প্রায় ৪০ বছর। আগে এই ধরণের কচ্ছপ কখনও ধরা পড়েনি এলাকায়। মনে করা হচ্ছে সমুদ্র থেকে কোনও কারণে নদীতে চলে এসেছে প্রাণীটি। শারীরিক পরীক্ষার পর কচ্ছপটিকে ফের কোনও জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।  
 

/ Updated: Dec 05 2019, 05:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


বনদফতর এবার উদ্ধার করল একটি বিশাল আকৃতির কচ্ছপ। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ২ নম্বর ব্লকের দুধকামরা গ্রাম। এখানকার রাজবংশী পাড়ার বাসিন্দা গোপাল ধারা নদীতে জাল ফেলেছিলেম মাছ ধরার জন্য। আর সেখানেই উঠে এল ৫০ কেজি ওজনের এক বিশালাকার কচ্ছপ। খবর পেয়েই সেটিকে উদ্ধার করতে চলে আসেন বনদফতরের কর্মীরা। সঙ্গে ছিল পুলিশও। বিরল প্রজাতির কচ্ছপটির বয়স প্রায় ৪০ বছর। আগে এই ধরণের কচ্ছপ কখনও ধরা পড়েনি এলাকায়। মনে করা হচ্ছে সমুদ্র থেকে কোনও কারণে নদীতে চলে এসেছে প্রাণীটি। শারীরিক পরীক্ষার পর কচ্ছপটিকে ফের কোনও জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।