বড়দিনের আমেজ নদিয়াতেও, সেজে উঠেছে কৃষ্ণনগরের রোমান ক্যাথলিক চার্চ

শীতের সেরা উৎসব বড়দিন। শহর কলকাতার চার্চগুলি এই সময়ে সেজে ওঠে। পিছিয়ে নেই এরাজ্যের জেলাগুলিও। প্রভু যিশুর জন্মদিন উপলক্ষ্যে সেজে উঠেছে কৃষ্ণনগরের রোমান ক্যাথলিক চার্চ।

/ Updated: Dec 24 2019, 07:46 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


শীতের সেরা উৎসব বড়দিন। শহর কলকাতার চার্চগুলি এই সময়ে সেজে ওঠে। পিছিয়ে নেই এরাজ্যের জেলাগুলিও। প্রভু যিশুর জন্মদিন উপলক্ষ্যে সেজে উঠেছে কৃষ্ণনগরের রোমান ক্যাথলিক চার্চ। সারা চার্চ চত্বর ঝলমল করছে নানা রঙের আলোর মেলাতে। ক্রিসমাস উপলক্ষে চার্চের সামনে বানানো হয়েছে আলোর গেটও। রাত বারোটায় এখানে হবে বিশেষ প্রার্থনা। ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন মানুষ-জন। আগামী কয়েকদিন সকলের জন্য খুলে রাখা হবে চার্চের প্রধান ফটক। শীতের মরশুমে অনেকেই ব্যান্ডেল চার্চের মত ঘুড়তে চলে আসেন কৃষ্ণনগরের রোমান ক্যাথলিক চার্চে।