গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল টালির ছাদ

গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল বাড়ির টালির ছাদ। জগদ্দল থানার শ্যামনগর টালিখোলা এলাকার ঘটনা। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সোমবার সন্ধ্যা নাগাদ সেখানে ঘটে এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলকর্মীরা। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে আগুন লাগে তা এখনও জানাযায়নি।
 

/ Updated: Feb 08 2022, 12:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গ্যাস সিলিন্ডার ফেটে ঘরের দেওয়াল ও টালির ছাউনি ভেঙে চুরমার জগদ্দল থানার শ্যামনগর টালিখোলা এলাকায়। সোমবার সন্ধের এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহকর্ত্রী উমারানী দাস কাছেপিটে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। উমা দেবীর জামাই বিদ্যুৎ পর্ষদের ঠিকা কর্মী বাপি সূত্রধর স্ত্রীকে ওই আত্মীয়ের বাড়ি থেকে টালিখোলার বাড়িতে আনেন।  সন্ধে ৭-১৫ নাগাদ বাপি বাবু বন্ধ রান্নাঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। রান্নাঘরের দরজা খুলতেই তিনি দেখেন দাউদাউ করে জ্বলছে। সূত্রধর দম্পতি পাড়ার লোকজনকে ডাকতে বাইরে বেরোতেই গ্যাস সিলিন্ডার ফেটে যায়।