দিঘার সমুদ্রের জলের রঙ বদল, সমুদ্রের জল পরিণত হয়েছে কাদায়

হঠাৎ করেই দীঘার সমুদ্রের জলের রঙ বদল। দিঘার সমুদ্র পরিণত হয়েছে কাদা জলে। দিঘার জলের রঙ বদল দেখে হতবাক পর্যটকরা। তড়িঘড়ি সমুদ্রে স্নানে যেতে জারি হয় নিষেধাজ্ঞা। প্রসঙ্গত, ১৫ আগস্ট -এর আগে দিঘাতে পর্যটকেরা ঢল নামলেও দিঘা বেড়াতে যাওয়ার আনন্দটাই যেন মাটি হয়ে গিয়েছে পর্যটকদের। মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়েছে দিঘা। অথচ দিঘার সমুদ্রে স্নান করতে না পারায় মুখ ভাড় পর্যটকদের।

/ Updated: Aug 14 2021, 02:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হঠাৎ করেই দীঘার সমুদ্রের জলের রঙ বদল। দিঘার সমুদ্র পরিণত হয়েছে কাদা জলে। দিঘার জলের রঙ বদল দেখে হতবাক পর্যটকরা। তড়িঘড়ি সমুদ্রে স্নানে যেতে জারি হয় নিষেধাজ্ঞা। প্রসঙ্গত, ১৫ আগস্ট -এর আগে দিঘাতে পর্যটকেরা ঢল নামলেও দিঘা বেড়াতে যাওয়ার আনন্দটাই যেন মাটি হয়ে গিয়েছে পর্যটকদের। মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়েছে দিঘা। অথচ দিঘার সমুদ্রে স্নান করতে না পারায় মুখ ভাড় পর্যটকদের।