পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বসেই দিল পরীক্ষা
মাধ্যমিক চলাকালীন পরীক্ষাকেন্দ্রে অসুস্থ পরীক্ষার্থী। হাসপাতালে বসেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী। মশালদহ হাই স্কুলের ছাত্রী রেবিনা খাতুন। রেবিনার সিট পড়েছিল হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর হাই স্কুলে। পরীক্ষা চলাকালীন রেবিনা অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষাকেন্দ্র থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাধ্যমিক চলাকালীন পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে হাসপাতালে পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। মশালদহ হাই স্কুলের ছাত্রী রেবিনা খাতুনের সিট পড়েছিল মালদহের হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর হাই স্কুলে। কিন্তু পরীক্ষা চলাকালীন রেবিনা অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা-কেন্দ্রে শিক্ষকরা তাকে তড়িঘড়ি হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। এবং অক্সিজেন ও দেওয়া হয়। হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করেছে প্রশাসন। মহেন্দ্রপুরপুর হাই স্কুলের শিক্ষক অনিল মূর্মু জানান আজ জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট শুরু হয়। আমরা তাকে তড়িঘড়ি হরিশচন্দ্রপুর গ্রামে হাসপাতালে ভর্তি করি। সেখানে ডাক্তারবাবুরা প্রাথমিক চিকিৎসা করার পরে ওই ছাত্রীটি সুস্থ বোধ করে। হাসপাতালে ওর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাপস মজুমদার জানান পরীক্ষা চলাকালীন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেওয়ায় আমরা অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করি। প্রাথমিক চিকিৎসা করার পর ওর হাসপাতালই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।