রুদ্রাণী, কুব্জিকা, অপরাজিতা- দেবীর তিন রূপেই কুমারীপুজো নবদ্বীপে
- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে মেতে উঠেছে আট থেকে আশি সকলেই
- ষষ্ঠী, সপ্তমীর মতোই অষ্টমীও জমজমাট
- আর এই মহাষ্টমীতেই অন্যান্য বেশ কিছু জায়গার মতোই নবদ্বীপের সংস্কৃত টোলেও নিষ্ঠাভরে অনুষ্ঠিত হল কুমারী পূজা
- দেবী চন্ডিকার নবরাত্রি ব্রত উৎসব উদযাপন উপলক্ষ্যে এই কুমারী পুজো
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে মেতে উঠেছে আট থেকে আশি সকলেই। ষষ্ঠী, সপ্তমীর মতোই অষ্টমীও জমজমাট। আর এই মহাষ্টমীতেই অন্যান্য বেশ কিছু জায়গার মতোই নবদ্বীপের সংস্কৃত টোলেও নিষ্ঠাভরে অনুষ্ঠিত হল কুমারী পূজা। নবদ্বীপ রানীরচড়া চাকীপাড়ার সতী দেবভাষা শিক্ষানিকেতন সংস্কৃত টোলে বিশ্বকল্যাণ ফাউন্ডেশনের পরিচালনায় এদিন দেবী দুর্গার তিনটি নামে যথাক্রমে রুদ্রাণী, কুব্জিকা, অপরাজিতা তিনজন কুমারীকে পুজো করা হয়। দেবী চন্ডিকার নবরাত্রি ব্রত উৎসব উদযাপন উপলক্ষে এই কুমারী পুজো। টোলের প্রতিষ্ঠাতা বেনু মুখোপাধ্যায় বলেন বিশ্ব কল্যাণার্থে এখানে দেবী চন্ডিকা দুর্গারূপে পূজিত হন।