গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফের ডুবে গেল ট্রলার

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আবারও জম্বুদ্বীপের কাছে ডুবে গেল ১৩ জন মৎস্যজীবী সহ একটি ট্রলার। মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, এফবি সিতঙ্করি নামে ওই ট্রলারটি শুক্রবার ভোরে সাগরদ্বীপ থেকে বঙ্গোপসাগরে পাড়ি দেয়। বেলার দিকে আচমকা সমুদ্রের উত্তাল ঢেউয়ে জম্বুদ্বীপের কাছে ট্রলারের পাটাতন ফেটে গিয়ে জল ঢুকতে শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মৎস্যজীবীদের চিৎকার শুনে আশেপাশে মাছ ধরতে থাকা আরও পাঁচটি ট্রলার মৎস্যজীবীদের উদ্ধার করে। ট্রলার থেকে ১৩ জন মৎসজীবিকেই উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে।

/ Updated: Jul 03 2021, 04:27 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আবারও জম্বুদ্বীপের কাছে ডুবে গেল ১৩ জন মৎস্যজীবী সহ একটি ট্রলার। মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, এফবি সিতঙ্করি নামে ওই ট্রলারটি শুক্রবার ভোরে সাগরদ্বীপ থেকে বঙ্গোপসাগরে পাড়ি দেয়। বেলার দিকে আচমকা সমুদ্রের উত্তাল ঢেউয়ে জম্বুদ্বীপের কাছে ট্রলারের পাটাতন ফেটে গিয়ে জল ঢুকতে শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের মৎস্যজীবীদের চিৎকার শুনে আশেপাশে মাছ ধরতে থাকা আরও পাঁচটি ট্রলার মৎস্যজীবীদের উদ্ধার করে। ট্রলার থেকে ১৩ জন মৎসজীবিকেই উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে।