পড়ুয়াদের কথা ভেবে গরম থেকে বাঁচতে 'মর্নিং স্কুল' চালুর নির্দেশ শিক্ষা দফতরের

গরম বেড়েই চলেছে বঙ্গে, যার জেরে নাভিশ্বাস ওঠার জোগাড়। প্রখর গরমে গরমের ছুটি এগিয়ে আনার দাবি উঠছে রাজ্যের সর্বত্র। গরমের ছুটি এগিয়ে আসবে কী না তা এখনও জানা যায়নি।

/ Updated: Apr 26 2022, 12:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গরম বেড়েই চলেছে বঙ্গে, যার জেরে নাভিশ্বাস ওঠার জোগাড়। গরম বাড়লেও দেখা নেই বৃষ্টির। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে এখন কেউই প্রায় যচ্ছেন না। সবাই যতটা সম্ভব চেষ্টা করছেন ঘরেই থাকার। আর এই প্রখর গরমে এতদিন বেলাতেই স্কুল হচ্ছিল। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। গরমে অনেক শিশুরই নানান অসুস্থতা দেখা দিচ্ছিল বলেও জানা গিয়েছে। প্রখর এই গরমে গরমের ছুটি এগিয়ে আনার দাবি উঠছে রাজ্যের সর্বত্র। গরমের ছুটি এগিয়ে আসবে কী না তা এখনও জানা যায়নি। তবে গরমে মর্নিং স্কুল চালুর নির্দেশ শিক্ষা দফতরের। পড়ুয়াদের কথা মাথায় রেখেই 'মর্নিং স্কুল'-এর নির্দেশ। গরমে স্কুলে গিয়ে অনেক পড়ুয়াই অসুস্থ হয়ে পড়ছেন। পড়ুয়াদের কথা মাথায় রেখেই নির্দেশ শিক্ষা দফতরের। গরমের ছুটি এগিয়ে আনার দিকেই তবে এখনও পাল্লা ভারি।