আগামি সপ্তাহ থেকে ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে
- শুক্রবার কলকাতার তাপমাত্রা ১২.৭ ডিগ্রি
- তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম
- শনিবার তাপমাত্রা বাড়ার সম্ভবনা
- রবিবার থেকে ফের ঠান্ডা পড়ার সম্ভবনা
- আর কি জানালো আবহওয়া দফতর, দেখে নিন
ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে শনিবার তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে বলে আবহাওয়া সূত্রের খবর। তবে রবিবার থেকে ফের রাজ্যে ঠান্ডা পড়ার সম্ভবনা। পাশাপাশি পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টির সম্ভবনা। উত্তর ও দক্ষিণের জেলায় বৃষ্টির সম্ভবনা নেই বলেই জানিয়েছে আবহওয়া দফতর। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে শীত থাকছে বলেই জানালো আবহাওয়া দফতর।