বৃদ্ধাশ্রমে কেমন ভাবে দিন কাটে বৃদ্ধ-বৃদ্ধাদের, মন্ডপের মধ্যে দিয়ে এবার তাই ফুটে উঠবে মালদহের যুগান্তর ক্লাবে

শেষ বয়সে অনেক মা-বাবারই দিন কাটে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমই (Old age home) পুজো মন্ডপের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চলেছে যুগান্তর ক্লাব (Jugantar club)। মালদহের হরিশচন্দ্রপুরের (Malda) যুগান্তর ক্লাবের পুজো শুরু হয় ২০১৭ সাল থেকে। ৩৮ বছর ধরে যুগান্তর ক্লাবে কালী পুজো হয়ে আসছে। এবছর তাদের পুজো বাজেট ৬ লক্ষ টাকা, জানাচ্ছেন ক্লাবের সদস্যরা। তাদের এই অভিনব ভাবনাই ফুটে উঠবে পুজো মন্ডপের মধ্যে দিয়ে। সেখানে তবে শুধু মন্ডপই নয় প্রতিমাতেও থাকছে অভিনবত্ব।
 

/ Updated: Oct 06 2021, 11:55 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শেষ বয়সে অনেক মা-বাবারই দিন কাটে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমই (Old age home) পুজো মন্ডপের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চলেছে যুগান্তর ক্লাব (Jugantar club)। মালদহের হরিশচন্দ্রপুরের (Malda) যুগান্তর ক্লাবের পুজো শুরু হয় ২০১৭ সাল থেকে। ৩৮ বছর ধরে যুগান্তর ক্লাবে কালী পুজো হয়ে আসছে। এবছর তাদের পুজো বাজেট ৬ লক্ষ টাকা, জানাচ্ছেন ক্লাবের সদস্যরা। তাদের এই অভিনব ভাবনাই ফুটে উঠবে পুজো মন্ডপের মধ্যে দিয়ে। সেখানে তবে শুধু মন্ডপই নয় প্রতিমাতেও থাকছে অভিনবত্ব।