টানা বৃষ্টির মাঝেই জল ছেড়েছে ডিভিসি, বন্যার আশঙ্কা উচালন -এ

 টানা বৃষ্টির মাঝেই জল ছেড়েছে ডিভিসি। বৃষ্টির মধ্যেই জল ছাড়ায় বন্যার আশঙ্কা পূর্ব বর্ধমানের রায়নার উচালন অঞ্চলের একাংশে। সেই সঙ্গেই ভাঙন দেখা দিয়েছে দেবখালে। সেই সমস্ত এলাকা পরিদর্শনে যান জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। তাঁর সঙ্গে যান সভাধিপতি শম্পা ধারাও। আরও বৃষ্টি হলে সেখানে পুরো গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কা। তাই গ্রামটাকে বাঁচাতে এখন থেকেই দেবখাল সংস্কার চেষ্টা চালাচ্ছে তাঁরা।

/ Updated: Aug 02 2021, 08:57 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 টানা বৃষ্টির মাঝেই জল ছেড়েছে ডিভিসি। বৃষ্টির মধ্যেই জল ছাড়ায় বন্যার আশঙ্কা পূর্ব বর্ধমানের রায়নার উচালন অঞ্চলের একাংশে। সেই সঙ্গেই ভাঙন দেখা দিয়েছে দেবখালে। সেই সমস্ত এলাকা পরিদর্শনে যান জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। তাঁর সঙ্গে যান সভাধিপতি শম্পা ধারাও। আরও বৃষ্টি হলে সেখানে পুরো গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কা। তাই গ্রামটাকে বাঁচাতে এখন থেকেই দেবখাল সংস্কার চেষ্টা চালাচ্ছে তাঁরা।