গঙ্গাসাগর যেন মহামিলন ক্ষেত্র, পুণ্যস্নান সারলেন ৩৫ লক্ষ মানুষ, দেখুন ভিডিও

  • গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের ভিড়
  • স্নান সারলেন প্রায় ৩৫ লক্ষ পুণ্যার্থী
  • মেলা চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা
     
/ Updated: Jan 15 2020, 12:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এ বছর কুম্ভ মেলার মতো বড় কোনও মেলা না থাকায় অন্যান্য বারের থেকেও বেশি ভিড় হয়েছে গঙ্গাসাগরে। প্রশাসন সূত্রে খবর, প্রায় পয়ত্রিশ লক্ষ পুণ্যার্থী এবার গঙ্গাসাগরে ভিড় করেছেন। এ দিন ভোর থেকেই সাগরের জলে নেমে পুণ্যস্নান শুরু হয়ে যায়। স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দেন পুণ্যার্থীরা। 

গঙ্গাসাগর মেলা উপলক্ষে কড়া নজরদারির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের স্নান করার জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রায় আড়াইশো সিসিটিভি দিয় মেলা প্রাঙ্গন এবং সমু্দ্র সৈকতে নজরদারি চালানো হচ্ছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম, রাখা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স-ও। এছাড়াও ড্রোনের সাহায্যে আকাশপথেও চলছে নজরদারি। রাজ্যের তিন মন্ত্রী কন্ট্রোল রুমের দেখভালের দায়িত্বে রয়েছেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী সুজিত বসু ছাড়াও রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসউদ্দিন  মোল্লা কন্ট্রোল রুমে হাজির থাকছেন।