এবার সিবিআই এর জালে সুবোধ অধিকারী, সারাদিন ভর ম্যারাথন তল্লাশি চলে তার বাড়ি

বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহর স্টেশন রোডের বাড়িতে মঙ্গলদীপ ভবনে সকাল থেকে দীর্ঘ চার ঘন্টার ও বেশি সময় ধরে সিবিআই এর তল্লাশি অভিযান, আবার ৩০ মিনিট পর ফের আসে সিবিআই তদন্তকারী দল 

/ Updated: Sep 04 2022, 06:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এবার সিবিআই এর জালে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী | তার হালিশহর স্টেশন রোডের বাড়িতে  দীর্ঘ চার ঘন্টার ও বেশি সময় ধরে সিবিআই এর তল্লাশি চালায় | দুপুর ১.৩০ মিনিটে তারা তল্লাশি অভিযান শেষ করে বাড়ি চলে যায় | আবার ৩০ মিনিট পর ফের তল্লাশি শুরু করে ওই তদন্তকারী দল | তল্লাশি অভিযানে কিছু পাওয়া গেল কিনা সেবিষয়ে মুখ খুললেন না সিবিআই আধিকারিকরা | এদিকে সিবিআই এর বিরুদ্ধে শ্লোগান দেয় তৃণমূল কর্মীরা