এবার শিক্ষক বদলি নিয়েও সেই প্রভাবশালী তত্ত্বের অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ দিল বিচারপতি
রাজ্যে সরকারের ওপর আবার ও চাপ বাড়লো, শিক্ষক বদলি নিয়ে এবার সি বি আই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের
এবার শিলিগুড়ি সংলগ্ন দুটি স্কুলের প্রধান শিক্ষিকার বদলি সংক্রান্ত একটি মামলায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দান করেন | এমন রায় দান করায় চাঞ্চল্য ছড়িয়ে পরছে গোটা উত্তরবঙ্গ জুড়ে | উল্লেখ্য মাত্র কয়েক মাসের ব্যাবধানে সান্তা মন্ডল নামের এক শিক্ষিকা যিনি শ্রীগুরু বিদ্যালয় থেকে বীরপাড়া হাই স্কুলে বদলি হয়ে গিয়েছিলেন প্রধান শিক্ষিকা হিসেবে | তিনি আবার প্রথমে সহকারী শিক্ষিকা এবং কয়েকদিন পরেই প্রকাশিত একটি সার্কুলারে প্রধান শিক্ষিকা হিসাবে শ্রীগুরু বিদ্যালয়ের নিয়োগ পেয়ে যান | এর বিরুদ্ধে মামলা করেছিলেন শ্রীগুরু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক | সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বদলি সংক্রান্ত বিষয়টি সি বি আই এর হাতে তুলে দেবার রায় দেন