আবারও জাতীয় সড়কে পথের বলি, পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে পথ দুর্ঘটনায় নিহত তিন

মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেল, পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে গলসিতে দুর্ঘটনাটি ঘটে, প্রতক্ষদর্শী রা জানান একটি পিছনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারলে তারা তিন জনই বাইক থেকে ছিটকে পরে

/ Updated: Sep 20 2022, 04:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেল | দুর্ঘটনাটি ঘটে  পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে গলসিতে | মৃতদের নাম বাবুল কেনাই,মহাদেব বাগদী, রাহুল বাগদী | প্রতক্ষদর্শী রা জানান একটি পিছনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারলে তারা তিন জনই বাইক থেকে ছিটকে পরে | তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকেরা তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন