আবারও জাতীয় সড়কে পথের বলি, পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে পথ দুর্ঘটনায় নিহত তিন
মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেল, পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে গলসিতে দুর্ঘটনাটি ঘটে, প্রতক্ষদর্শী রা জানান একটি পিছনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারলে তারা তিন জনই বাইক থেকে ছিটকে পরে
মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেল | দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে গলসিতে | মৃতদের নাম বাবুল কেনাই,মহাদেব বাগদী, রাহুল বাগদী | প্রতক্ষদর্শী রা জানান একটি পিছনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা মারলে তারা তিন জনই বাইক থেকে ছিটকে পরে | তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকেরা তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন